বিজনেসটুডে২৪ ডেস্ক
বছরের প্রথম ঘূর্ণিঝড় ‘অশনি’ বঙ্গোপসাগরে আছড়ে পড়তে পারে আগামী ২১ মার্চ। এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। আন্দামানের আরও কাছাকাছি এসে সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে শনিবার সকালে। তার গতি থাকবে উত্তর ও উত্তরপূর্ব দিকে।
এই সংবাদ দিয়ে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে জানানো হয়, নিম্নচাপটি অবস্থান করছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। আন্দামানের আরও কাছাকাছি এসে সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে শনিবার সকালে। তার গতি থাকবে উত্তর ও উত্তরপূর্ব দিকে।
আন্দামানের উপর দিয়ে এই নিম্নচাপ বয়ে যাবে উত্তরে । ২০ মার্চ রবিবার সকালের মধ্যে এটি ঘূর্ণাবর্তে পরিণত হবে । তাদের পূর্বাভাস, ২১ মার্চ সোমবারের মধ্যে জন্ম নেবে ঘূর্ণিঝড় ‘অশনি’। এরপর ঘূর্ণিঝড়ের গতিমুখ থাকবে টানা উত্তর ও উত্তরপূর্বে। ক্রমে এটি বাংলাদেশ ও উত্তর মায়ানমার উপকূলের দিকে এগোবে, স্থলভাগে পৌঁছে যাবে মঙ্গলবার ২২ তারিখ সকালে।
আন্দামানে ৯০ কিলোমিটার বেগে ঝড়টি আছড়ে পড়ার পরে তার গতিবেগ ৭০-৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে বলে আশঙ্কা। আন্দামান থেকে ২৩ মার্চ সেটি ধেয়ে যাবে বাংলাদেশ এবং মায়ানমারে। দুই দেশেই ক্ষতি হতে পারে।
বুধবারই খবরটা পাওয়া গিয়েছিল, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়। আর এই ঘূর্ণিঝড়ের নাম হবে অশনি। এবার নাম দিয়েছে প্রতিবেশী শ্রীলঙ্কা। অশনি শব্দের অর্থ বজ্র।