কুড়িগ্রাম থেকে নয়ন দাস: কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে বিপুল পরিমাণ ইনজেকশন পাচারের সময় এক নারীকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে শাহেদা নামে ওই নারী একটি ট্রাভেল ব্যাগে করে পেলটকস-২ এবং পেনটিড মেগাপিল এর তিনশ ৭০টি ইনজেকশন নিয়ে হাসপাতাল থেকে বের হন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ব্যাগটি খুলে সেখানে বিপুল সংখ্যক ইনজেকশন দেখতে পান। পরে ঐ নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটক শাহেদার বাড়ি সদর উপজেলার হলোখানা ইউনিয়নের টাপুরচর গ্রামে। ঘটনার সত্যতা এরই মধ্যে নিশ্চিত করেছেন হাসপাতালটির তত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ লিংকন। সরকারি ইনজেকশন পাচারের সময় নারী আটকের কথা স্বীকার করে তিনি জানান, আমরা তদন্ত করে দেখব যে ইনজেকশনগুলো ঠিক কোথাকার। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ শাহরিয়ার জানান, ঔষুধ পাচারের ঘটনায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে এক নারীকে আটক করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এখনো কোনো লিখিত অভিযোগ করেনি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তথ্যাভিজ্ঞমহল মনে করেন যে এই পাচারকাণ্ডে হাসপাতালের লোকজন জড়িত এবং এ ঘটনা প্রথম নয়। কারা কিভাবে ইনজেকশনগুলো পাচারকারির হাতে তুলে দিয়েছে তদন্ত সাপেক্ষে তা উদঘাটন আবশ্যক। সেই সঙ্গে প্রয়োজন পাচার করা ইনজেকশন এবং ঔষধ কারা কিনে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা।