উলিপুর ( কুড়িগ্রাম ) থেকে আবুল কালাম আজাদ: “উলিপুরে বই মেলা হোক, রংপুর অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতির মিলন মেলা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে “ফ্রেন্ডস ফেয়ার” এর আয়োজনে ২৬ তম বই মেলার আজ শেষ দিন। গত বছরের তুলনায় এবার অধিক সংখ্যক বেশি বইসহ অন্যান্য সামগ্রী বিক্রি হয়েছে।
শনিবার (১৯ মার্চ) উলিপুরের ২৬ তম বই মেলার শেষ দিনে বিভিন্ন ষ্টলের বই বিক্রতারা বলেন, গত বছরের তুলনায় এবারে অধিক সংখ্যক বই বিক্রি করেছি। দর্শকের উপচে পড়া ভিড় ছিল। এই একুশে বইমেলায় প্রায় ১০ লাখ টাকার বই বিক্রি হয়েছে। এবারে মেলায় কেবল বাংলা একাডেমির ৪ হাজার তিন শত বই বিক্রি হয়।
বই বিক্রেতা সাঈদ হোসেন বলেন, এবারের মেলায় ২৫ শতাংশ ছাড়ে বই বিক্রি হয়েছে আর প্রকাশিত হয়েছে নতুন বই। বইয়ের ষ্টল গুলোতে দেখা যায় এবারের মেলায় যাদের মানসম্মত বই প্রকাশিত হয়েছে- আবু হেনা মোস্তফা, দেবব্রতা রায়, মনরঞ্জন রায়, মোরশেদুল ইসলাম, মোবাশ্বের আহমেদ বুলবুল, মুকুল রাজ, জেসমিন আক্তার (বৈশাখি), আব্দুস সালাম সহ আরো অনেকের। তিনি আরও বলেন নতুন লেখকের বই গুলো পাঠকদের মন কেড়ে নিয়েছে। প্রচুর বই বিক্রি হয়েছে।
উক্ত বই মেলার আহ্বায়ক রেজোয়ানুল করিম বলেন গত বছরের তুলনায় এবার উলিপুরে ২৬ তম বই মেলায় বই বিক্রেতারা অধিক সংখ্যক বই বিক্রি করেছেন।