তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা: তাহিরপুর উপজেলায় নিম্ন-আয়ের হত দরিদ্র পরিবারের মধ্যে ‘টিসিবি’র নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিক্রয় শুরু হয়েছে। ২৩ টি ডিলারের মাধ্যমে তা বিক্রি করা হচ্ছে।
৮ শত,৬১ টি নিম্ন-আয়ের হতদরিদ্র’ পরিবারের মধ্যে প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা মূল্যে, ৫৫ টাকা কেজি মূল্যে চিনি, ৬৫ টাকা মূল্যে ডাল, ৫০ টাকা মূল্যে ছোলা, প্রতিটি উপকারভোগী পরিবারের মধ্যে ২ কেজি করে বিক্রি করা হচ্ছে।
রবিবার সকালে তাহিরপুর সদর বাজারে ‘টিসিবি’র পণ্য বিক্রি উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ-দৌলা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আব্দুস সোবহান আখঞ্জী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আলী মুর্তজা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, খাদ্য গুদাম কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা ভোক্তা অধিকার কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান লাকসাব উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: তাহিরপুর উপজেলা সহ সুনামগঞ্জ জেলায় ২৩ টি ডিলারের মাধ্যমে নিম্ন-আয়ের ১ লাখ ১৪ হাজার তালিকাভুক্ত উপকারভোগীর মধ্যে টিসিবি’র পণ্য বিক্রয় করা হবে।