বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: রমজান এবং ঈদ সামনে রেখে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে। ১৬ দিনে এসেছে ১০৩ কোটি ১৯ লাখ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে উল্লেখ করা হয় , গত ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছিল ১৪৯ কোটি ৬০ লাখ ডলার। মার্চ মাসের প্রথম ১৬ দিনে এসেছে ১০৩ কোটি ১৯ লাখ ডলার। বাকি ১৫ দিনে একই হারে রেমিট্যান্স আসতে থাকলে ফেব্রুয়ারির রেমিট্যান্সের অঙ্ক ছাড়িয়ে যাবে মার্চে। গত বছরের মার্চে রেমিট্যান্স এসেছিল ১৯০ কোটি ৯ লাখ ডলার।
গত ৮-৯ মাস ধরেই রেমিট্যান্স প্রবাহ নিম্নমুখী। চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম আট মাসে রেমিট্যান্স কমেছে প্রায় ২০ শতাংশ।
করোনা মহামারীর মধ্যেও গত অর্থবছরে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স দেশে আসে। তবে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রেমিট্যান্স ধারাবাহিকভাবে কমতে থাকে। ডিসেম্বরে কিছুটা বাড়লেও তা আগের বছরের একই মাসের তুলনায় কম ছিল। এ প্রেক্ষাপটে রেমিট্যান্স বাড়াতে গত জানুয়ারি মাসে রেমিট্যান্সের নগদ প্রণোদনা ২ শতাংশ থেকে বাড়িয়ে ২ দশমিক ৫০ শতাংশ করে সরকার। এর ফলে জানুয়ারি মাসে রেমিট্যান্স আরও কিছুটা বাড়ে। তবে ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স আবার পড়ে যায়।
চলতি মাসের প্রথম ১৬ দিনের ধারাবাহিকতা অব্যাহত থাকলে রেমিট্যান্সে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা দেবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা।