পীরগঞ্জ ( ঠাকুরগাঁও ) থেকে মোঃ পারভেজ হাসান: পীরগঞ্জে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোলের ‘সংকট’ দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালকরা। তবে ডিজেল ও অকটেন সরবরাহ স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার পীরগঞ্জ পৌরশহরের ফিলিং স্টেশনগুলোর কর্তৃপক্ষ জানিয়েছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তেলের ডিপো থেকে সরবরাহ কম থাকায় এমন সংকট তৈরি হয়েছে। তারা পেট্রোলের চাহিদার প্রায় এক-তৃতীয়াংশ পাচ্ছেন।
তবে ‘সংকটের’ কথা অস্বীকার করে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের পার্বতীপুর ডিপোর ব্যবস্থাপক এমরানুল হাসান জানান, যান্ত্রিক ত্রুটির কারণে দুই-একদিন তেল সরবরাহ সঠিকভাবে দেওয়া সম্ভব হয়নি। তাই বলে এটাকে সংকট বলা যায় না। বর্তমানে সঠিকভাবেই তেল সরবরাহ করা হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে কোনো ঘাটতি নেই।”
ঠাকুরগাঁও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক জানান, পীরগঞ্জ উপজেলায় চারটি ফিলিং স্টেশন রয়েছে।বর্তমানে উপজেলায় প্রতিদিন ক্রেতাদের মাঝে পেট্রোল সরবরাহ করা হচ্ছে ৪ হাজার লিটারের মতো।
জয়নাল চেয়ারম্যান ফিলিং স্টেশনে পেট্রোল কিনতে আসা মোটরসাইকেল চালক মোঃ মাহবুবুর রহমান বুলু বলেন, “ফিলিং স্টেশনে পেট্রোল কিনতে আসলাম, কিন্তু এখানে পেট্রোল দেওয়া হচ্ছে না। তারা জানিয়েছেন, সংকট হওয়ার কারণে পেট্রোল দেওয়া বন্ধ।