নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সোবহান আলম:শেখ হাসিনার বার্তা নারী পুরুষ সমতা এই প্রতিপাদ্যে নবাবগঞ্জে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে তথ্য আপা, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর আয়োজনে নবাবগঞ্জ উপজেলা শহীদ মিনার মাঠে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা তথ্য আপা মাসুদা খাতুন মৌসুমী, উপজেলা বীরমুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার মোঃ মজিবার রহমান, বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ রাজ্জাক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগমসহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন তথ্য সেবা সহকারী রুকসানা পারভীন, তথ্য সেবার অফিস সহকারী জোবায়দুল ইসলামসহ বিভিন্ন ইভেন্টের প্রশিক্ষণার্থী মহিলাগণ প্রমুখ ।
বক্তারা নারীর আত্মনির্ভরশীলতার নানা সুফল নিয়ে আলোকপাত করেন।