Home Third Lead বিধ্বস্ত চিনা বিমানটির যাত্রীদের কেউ বেঁচে নেই

বিধ্বস্ত চিনা বিমানটির যাত্রীদের কেউ বেঁচে নেই

বিজনেসটুডে২৪ ডেস্ক

বিধ্বস্ত চিনা বিমানটির যাত্রীদের কেউ বেঁচে নেই। ১৩২ জন যাত্রী নিয়ে দক্ষিণাঞ্চলীয় শহর উঝুয়োতে বিধ্বস্ত হয় বিমানটি। দুর্ঘটনার তদন্তে নিয়োজিত কর্মকর্তারা বিমানের ধ্বংসাবশেষ পেলেও এর ব্ল্যাক বক্সের হদিস পাওয়া যায়নি। এতে প্রায় অসম্ভব হয়ে গেলো বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমানটি কী কারণে দুর্ঘটনার কবলে পড়লো তা জানা।

গত সোমবার চিনের টেং কাউন্টিতে বনের মধ্যে আছড়ে পড়ে বিমানটি। দুইদিন অনুসন্ধানের পর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটির যাত্রীদের কেউ বেঁচে নেই। চীনের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ সিএএসি-এর পরিচালক ঝু তাও জানান, বিমানটি ভয়াবহভাবে ধ্বংস হয়েছে। এরফলে তদন্ত কঠিন হয়ে গেছে। তারপরেও তদন্ত চলছে কিন্তু কীভাবে বিমানটি ধ্বংস হলো তা জানা অসম্ভব মনে হচ্ছে।

তিনি আরও জানান, তদন্তকারী দল সকল প্রমাণাদি সংগ্রহ করবে এবং বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারের চেষ্টা করবে। এরপর বিশ্লেষণের পর বের করার চেষ্টা করবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছিল। এ খবর দিয়েছে এশিয়াওয়ান।