Home রাজনীতি জগন্নাথপুরে জাপার মানববন্ধন

জগন্নাথপুরে জাপার মানববন্ধন

জগন্নাথপুর ( ‍সুনামগঞ্জ ) থেকে রনি মিয়া: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জগন্নাথপুরে জাতীয় পার্টির উদ্যোগে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা  জাতীয় পার্টির আয়োজনে (২৩ শে মার্চ বুধবার) জগন্নাথপুর পৌর পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি  হয় ।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক মোঃ রফিক উদ্দিন এর পরিচালনায় মানববন্ধনে  বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক  জহিরুল ইসলাম লাল মিয়া, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ দিলু মিয়া, উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মোঃ এরশাদ মিয়া, জাপা নেতা আব্বাস উদ্দিন, উপজেলা উলামা পার্টির আহবায়ক শাহ্ শানুর আলী প্রমূখ।
এ সময় জগন্নাথপুর পৌর জাপার আহবায়ক হাজী মোঃ আব্দুল ছত্তার,  জাপা নেতা আব্দুল কাহার, ফিরোজ মিয়া, আঃ রহমান, আব্দুল জব্বার, আরফান আলী, যুব সংহতির সাবেক সাংগঠনিক সম্পাদক আমীর আলী, রুপন আহমদ, জাতীয় তরুণ পার্টির আহবায়ক  মোঃ রনি মিয়া ( সাংবাদিক ), যুব সংহতি নেতা সুহেল মিয়া, সজ্জাদ মিয়া সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে জাতীয় পার্টির নেতৃবৃন্দ বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এ অবস্থা চলতে দেয়া যায়না। অধিকার আদায় করতে হলে আমাদেরকে রাজপথে নেমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে বাধ্য করতে হবে। বক্তারা আরো বলেন, মানুষের ভাষা সরকারকে বুঝতে হবে। জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার জন্য এই কর্মসূচি দেয়নি। বর্তমান সময়ে মানুষ খুবই কষ্টে আছে, তাই মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে জাপা কর্মসূচি দিয়েছে।
জাতীয় পার্টির আমলে সবকিছু  জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল। এখন আমরা উন্নয়নশীল দেশে বসবাস করলেও মানুষের পেটে যেন ভাত নেই।
বক্তারা সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান  মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য মানুষের ভালবাসা নিয়ে জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় নিয়ে যেতে পার্টির নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।