বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কক্সবাজার: ফের টেকনাফ উপকূলে বাহারছড়ার শামলাপুর চ্যানেল থেকে রোহিঙ্গা তরুণীসহ ৫৪ জনকে আটক করল র্যাব। শুক্রবার ভোররাতে একটি ট্রলার থেকে তাদেরকে আটক করা হয়। তাদেরকে অবৈধভাবে মালয়েশিয়া পাচার করা হচ্ছিল সমুদ্রপথে।
পাচারে নিয়োজিত দুই দালাল এবং স্থানীয় একজনকেও আটক করা হয়েছে। কক্সবাজার র্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান গণমাধ্যমকে এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘মূলত দালাল চক্রের ফাঁদে পড়ে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল আটক রোহিঙ্গাদের। খবর পেয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়।
উল্লেখ্য, গত সোমবার (২১ মার্চ) মালয়েশিয়ার কথা বলে কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপে ১৩৫ রোহিঙ্গাকে নামিয়ে দেয়া হয়। পরে মহেশখালী থানার পুলিশ তাদের উদ্ধার করে। উদ্ধারদের মধ্যে নারী ও শিশুদের সংখ্যা ছিল বেশি। এ ঘটনার ৫ দিন যেতে না যেতেই ফের টেকনাফ উপকূল ৫৪ জন রোহিঙ্গাকে আটক করা হল।