Home সারাদেশ সরিষাবাড়ীতে অনুষ্ঠান বর্জন করলেন বীর মুক্তিযোদ্ধারা

সরিষাবাড়ীতে অনুষ্ঠান বর্জন করলেন বীর মুক্তিযোদ্ধারা

জামালপুর থেকে এমরান হোসেন: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে সরিষাবাড়ী উপজেলা প্রশাসনআয়োজিত অনুষ্ঠানে  বসার আসন কম থাকার অভিযোগ এনে তা বর্জন করেন চার শতাধিক বীর মুক্তিযোদ্ধা। এসময় উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও অনুপস্থিত ছিলেন।
শনিবার (২৬ মার্চ) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনের নেতৃত্বে ৪ শতাধিক বীর মুক্তিযোদ্ধা অনুষ্ঠান বর্জন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে চলে যান।
পরে উপজেলা প্রশাসন আয়োজিত রাষ্ট্রীয় কর্মসূচিতে উপস্থিত প্রধান অতিথি সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি বীর মুক্তিযোদ্ধাদের বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা, সাবেক জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা হযরত আলী এবং সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে সাথে নিয়ে মুক্তিযোদ্ধা সংসদে যান। তাদের মধ্যস্থতায় সমঝোতা বৈঠক শেষে দুই ঘণ্টা পর অনুষ্ঠানে যোগদেন ৪ শতাধিক বীর মুক্তিযোদ্ধা।
অপরদিকে উক্ত রাষ্ট্রীয় কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ, পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানদেরকেও দেখা যায়নি।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদ জানান, দলীয় কর্মসূচিতে ব্যস্ত থাকায় প্রশাসনের রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ গ্রহণ করতে পারি নাই।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা ভুল স্বীকার করায় বীর মুক্তিযোদ্ধাগণ প্রশাসনের রাষ্ট্রীয় কর্মসূচিতে যোগ দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক উপমা ফারিসা জানান, একটু ভুল বুঝাবুঝির কারণে রাষ্ট্রীয় কর্মসূচি থেকে বীর মুক্তিযোদ্ধাগন চলে যান। পরে স্থানীয় সাংসদ ডা: মুরাদ হাসান স্যারসহ নেতৃস্থানীয়দের মধ্যস্থতায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে রাষ্ট্রীয় কর্মসূচি পালন করেছি।