বোদা (পঞ্চগড়) থেকে মো: রবিউল ইসলাম রিপন: বোদায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
বোদা মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে স্বাধীনতা দিবসের কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। এরপর কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। ডিসপ্লে প্রদর্শন শেষে ক্রীড়া প্রতিযোগিতা ও শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী, পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা উপস্থিত ছিলেন।
বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
বোদায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী বর্মন।
আলোচনা শেষে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়্।