Home বিনোদন উৎসবে উৎসবে সময় পার শ্রীমঙ্গল চলচ্চিত্র সংসদের

উৎসবে উৎসবে সময় পার শ্রীমঙ্গল চলচ্চিত্র সংসদের

শ্রীমঙ্গল: ২০২২ এর শুরুতেই ২০ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় শ্রীমঙ্গল চলচ্চিত্র সংসদ (এসএফএস) পরিবেশিত ‘কাজী আশিকুর রহমান সুজন’ নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশ্চয়তা’।

সম্প্রতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত ‘অন্তর্জাল চলচ্চিত্র উৎসব ২.২’ এ প্রদর্শিত হবে শ্রীমঙ্গল চলচ্চিত্র সংসদ পরিবেশিত দু’টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
একটি হচ্ছে “কাজী আকিকুর রহমান শুভ” নির্মিত ‘মুদ্রা’ এবং অন্যটি হচ্ছে “কাজী আশিকুর রহমান সুজন” নির্মিত ‘নিশ্চয়তা।’
২৮-৩০ শে মার্চ অনুষ্ঠিতব্য এই অন্তর্জাল উৎসবে ২৮ শে মার্চ সন্ধ্যা ৬.৪৫ মিনিটে প্রদর্শিত হবে মুদ্রা এবং ৩০ শে মার্চ  সন্ধ্যা ৬.৩০ মিনিটে প্রদর্শিত হবে নিশ্চয়তা। এই দুটি চলচ্চিত্র সহ অন্যান্য চলচ্চিত্রগুলি দেখা যাবে, সিকৃবি চলচ্চিত্র সংসদ এর ওয়েবসাইট সহ, ফেইসবুক পেইজ ও ইউটিউবে।
এছাড়াও শ্রীমঙ্গল চলচ্চিত্র সংসদ এর তরুণ-তুখোড় নির্মাতা ‘কাজী আকিকুর রহমান শুভ’ নির্মিত  আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “অভয় শর্বরী”(Fearless Women) জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক দুটি চলচ্চিত্র উৎসবে। ইউরোপের লিফট অব গ্লোবাল নেটওয়ার্ক এর চলচ্চিত্র উৎসব ২০২২ এর সেশন এবং ভারতের বেঙ্গালুরুর ওয়ান আর্থ এওয়ার্ডস চলচ্চিত্র উৎসব ২০২২ এ অফিশিয়াল সিলেকশন হয়েছে ‘অভয় শর্বরী’-র।
-সংবাদ বিজ্ঞপ্তি