রামগড় (খাগড়াছড়ি) থেকে মো. মাসুদ রানা: রামগড় আঞ্চলিক মহাসড়কে বালু বাহী ট্রাকের সাথে গ্যাস চালিত সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে এবং ৫ জন আহত হয়েছে। রামগড় তৈছালা এলাকায় রবিবার সন্ধ্যা ৬টার দিকেেএই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান সিএনজিটি যাত্রী নিয়ে নাকাপা থেকে আসার পথে তৈছালা এলাকায় পৌছালে রামগড় থেকে একটি বালুর ট্রাক মাছের হ্যাচারীর সামনে সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিতে থাকা যাত্রী ও ড্রাইবার সহ ৫জন আহত হয় এবং ২জন ঘটনাস্থলে নিহত হয়। ঘটনার পর ট্রাক এবং ড্রাইবার পালিয়ে যায়।
রামগড় ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার উদ্দিন জানান, ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হওয়ার খবর পেয়ে উদ্ধার কর্মী নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমরা আহত ব্যাক্তিদের উদ্ধার করি এবং রামগড় সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
রামগড় হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাক্তার ফরহাদ কামাল জানান, আহত ব্যাক্তিদের আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এদিকে রামগড় থানা পুলিশ সুত্রে জানা গেছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২জনের লাশ উদ্ধার করা হয়েছে।