Home Third Lead এস কে সিনহার বাড়ির সন্ধান আমেরিকায়

এস কে সিনহার বাড়ির সন্ধান আমেরিকায়

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা:দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার আমেরিকায় তিনতলা একটি বাড়ি ক্রয় এবং ২ কোটি ৭০ লাখ টাকা দেশ থেকে পাচার করার তথ্য পেয়েছে ।

ছোট ভাই অনন্ত কুমার সিনহাকে ব্যবহার করে এসকে সিনহা বাড়ি কেনার এই অর্থ বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার করেছেন বলে রেকর্ডপত্রে প্রমাণ পেয়েছে দুদক। গণমাধ্যমের কাছে দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে কমিশনে এক প্রতিবেদন দাখিল করেছেন দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান।

প্রতিবেদনে এসকে সিনহা এবং তার ভাই অনন্ত কুমার সিনহাকে আসামি করে মামলার সুপারিশ চাওয়া হয়েছে কমিশনের কাছে। কমিশন সূত্রে জানা যায়, বিদেশে অর্থ পাচারের অভিযোগে কানাডা, যুক্তরাষ্ট্র, দুবাই, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে তার সম্পদের তথ্যের জন্য চিঠি দেন অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান।
অনুসন্ধান কর্মকর্তার পাঠানো চিঠির জবাবে যুক্তরাষ্ট্র থেকে এসকে সিনহার তিনতলা বাড়ি কেনার রেকর্ডপত্র পেয়েছে দুদক। এসকে সিনহার ছোট ভাই অনন্ত কুমার সিনহা আমেরিকায় একজন ডেন্টিস্ট হিসেবে কর্মরত।

আমেরিকার একটি ব্যাংক থেকে ৩০ বছরের জন্য ১ লাখ ৮ হাজার ৭৫০ ডলার ঋণ নিয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দিয়ে একটি বাড়ি কেনেন তিনি। এরপর ২০১৮ সালের ১২ই জুন ২ লাখ ৮০ হাজার ডলার ক্যাশ দিয়ে আরেকটি বাড়ি কেনেন।
অনুসন্ধানের প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ই এপ্রিল থেকে ২০শে জুন পর্যন্ত নিউজার্সির প্যাটারসনে অবস্থিত ভ্যালি ন্যাশনাল ব্যাংকে অনন্ত কুমার সিনহার অ্যাকাউন্টে ১ লাখ ৯৬ হাজার ৪৫৮ ডলার জমা হয়। এ ছাড়া ২০১৮ সালের ৫ই মার্চ থেকে ২৮শে মে পর্যন্ত ৬০ হাজার ১০ ডলার জমা হয়।