Home Second Lead তাজের সৌন্দর্যে বুঁদ ডোনাল্ড ট্রাম্প

তাজের সৌন্দর্যে বুঁদ ডোনাল্ড ট্রাম্প

ছবি: সংগৃহীত

দিল্লি: ঝটিকা ভারত সফরে এসে তাজমহলকে দ্রষ্টব্য স্থানের বাইরে রাখেননি ডোনাল্ড ট্রাম্প। স্ত্রী মেলানিয়াকে নিয়ে গোধূলির আলোয় তাজমহল দেখলেন মার্কিন প্রেসিডেন্ট। ভিজিটার্স বুকে লিখলেন, ‘প্রেরণা দেয় তাজমহল।’

সোমবার অহমদাবাদের অনুষ্ঠান শেষে বিকেলে আগ্রায় পৌঁছন ট্রাম্প, মেলেনিয়া, ট্রাম্প কন্যা ইভাঙ্কা, জামাই জেরার্ড কুশনার। সেখান থেকেই সটান চলে যান তাজমহলে। গোটা তাজমহলটাই ঘুরে দেখেন তাঁরা। তারই মাঝে চলতে থাকে ফটো সেশন। ট্রাম্প-মেলেনিয়া আর ইভাঙ্কা-জেরার্ড জোড়ায় জোড়ায় ছবি তোলেন। মুগ্ধ হয়ে যান পৃথিবীর সপ্তম আশ্চর্য এই মুঘল ইমরাত দেখে। সন্ধা ৬টা পর্যন্ত তাজমহলে কাটান তাঁরা।

বিলাসবহুল সফর। আর সেই সফরের মাঝেই চিন্তার রেখেছিল বাঁদর বাহিনী। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে আগ্রায় তাজমহল দেখতে যাওয়ার গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর সেখানেই বাঁদর বাহিনীর টার্গেট হয়ে পড়বেন না তো ডোনাল্ড ট্রাম্প? চিন্তায় ছিলেন নিরাপত্তা আধিকারিকরা। আগ্রার কুখ্যাত বাঁদর বাহিনীর মোকাবিলা করতে মোতায়েন করা হয়েছিল প্রশিক্ষণপ্রাপ্ত ৫ হনুমান।

ট্রাম্পের সফরের জন্য সেজে উঠছিল তাজমহল। সেখানে যমুনার পচা গন্ধ দূর করতে জলের স্রোত বাড়ানো হয়েছিল। তাজমহল চত্বরে কমপক্ষে ৫০০ থেকে ৭০০ বাঁদরের বাস। দূর থেকে গুলতি ছুড়ে সে সব বাঁদরদের তাড়ানোর চেষ্টা চলেছিল। কিন্তু তাতেও চিন্তা থেকেই গিয়েছিল।

প্রশিক্ষণপ্রাপ্ত হনুমান ছাড়াও সস্ত্রীক ট্রাম্প তাজমহলে এলে তাঁদের সঙ্গে সশস্ত্র অফিসার পাঠানো হয়েছিল। তাঁরা বাঁদর তাড়ানোর সরঞ্জাম নিয়ে তৈরি ছিলেন। শেষমেশ তেমন কোনও অঘটন ঘটেনি। বরং তাজের সৌন্দর্যে বুঁদ ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি।
বিজনেসটুডে২৪ ডেস্ক