Home আন্তর্জাতিক ২০২২ সালের ধনীতমদের তালিকায় শীর্ষে ইলোন মাস্ক

২০২২ সালের ধনীতমদের তালিকায় শীর্ষে ইলোন মাস্ক

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

বুধবার ‘অ্যানুয়াল বিলিওনেয়ারস লিস্ট’ প্রকাশ করল ফোর্বস ম্যাগাজিন। তাতে দেখা গিয়েছে, বিশ্বের ধনীতমদের তালিকায় একেবারে শীর্ষে আছেন স্পেস এক্স ও টেসলার সিইও ইলোন মাস্ক।  গত বছর শীর্ষে ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

১০ নম্বর স্থানে রয়েছেন  ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি । ১১ নম্বর স্থানে আছেন ‘ইনফ্রাস্ট্রাকচার টাইকুন’ গৌতম আদানি ও তাঁর পরিবার ।

গত ৩৬ বছর ধরে বিশ্বের ধনীতমদের তালিকা প্রকাশ করে চলেছে ফোর্বস ম্যাগাজিন । গত বছরের তুলনায় এবার ওই তালিকায় কমেছে অনেকগুলি নাম। বাণিজ্যিক পত্রিকা ফোর্বসের বক্তব্য, যুদ্ধ, অতিমহামারী ও বাজারে মন্দার জন্য অনেক ধনকুবেরের সম্পত্তির পরিমাণ কমেছে। তবে গত এক বছরে সম্পত্তির পরিমাণ বাড়িয়েছেন ১ হাজার জন ধনকুবের।

ফোর্বস জানিয়েছে, ২০২২ সালের ১১ মার্চের পরে কোন কোম্পানির শেয়ারের মূল্য কত তার ভিত্তিতে বিলিওনেয়ারদের তালিকা তৈরি করা হয়েছে।

ফোর্বসের তালিকায় এবছর স্থান পেয়েছেন ২৩৬ জন নতুন বিলিওনেয়ার। ধনকুবেরদের সংখ্যা সবচেয়ে বেশি আমেরিকায়। সেদেশের ৭৩৫ জন বিলিওনেয়ার ফোর্বসের তালিকায় স্থান পেয়েছেন। তাঁদের সম্পত্তির পরিমাণ মোট ৪৭০০ কোটি ডলার।

ধনীতমদের তালিকায় দেখা যায়, রাশিয়া ও চিনের বিলিওনেয়ারদের সংখ্যা গত বছরের তুলনায় যথেষ্ট কমেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণ করার প্রভাব পড়েছে অর্থনীতির ওপরে। এবছর ফোর্বসের তালিকায় গত বছরের তুলনায় ৩৪ জন কম রুশ ধনকুবের স্থান পেয়েছেন। চিনে সরকার বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল। এর ফলে ফোর্বসের তালিকায় গত বছরের তুলনায় ৮৭ জন কম চিনা বিলিওনেয়ার স্থান পেয়েছেন।