ভোলা থেকে মহিউদ্দিন: ভোলার দৌলতখানে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনার অভয়াশ্রম এলাকায় মাছ আহরণের অপরাধে বিপুল পরিমাণে ছোট ইলিশ, মশারি জাল সহ একটি ট্রলার জব্দ করেছেন উপজেলা মৎস কর্মকর্তা। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার(১৩এপ্রিল) দুপুর বারোটার দিকে দৌলতখান উপজেলার চরপাতার ইউনিয়নের রিপন মিয়ার ঘাটে মৎস কর্মকর্তা মাহফুজুল হাসনাইন এই অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, সরকারি নিষেধাজ্ঞা সফল করতে দৌলতখানের মেঘনার অভয়াশ্রম এলাকার বিভিন্ন পয়েন্টে প্রতিদিন অভিযান পরিচালনা করা হয়। তারই সুবাধে গোপন সূত্রের ভিত্তিতে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদার এর নির্দেশে এই অভিযান চালানো হয় এবং বিপুল পরিমাণে ছোট জাটকা ইলিশ, কয়েক’শো কিলোমিটার মশারি জাল এবং একটি নৌকা জব্দ করা হয়েছে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয় এবং জব্দ করা মাছ এতিমখানা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বন্টন করে দেওয়া হয়।