বিজনেসটুডে২৪ প্রতিনিধি
সুনামগঞ্জ: বৃহস্পতিবার ভোরে কালবৈশাখী ঝড়ে গাছচাপা ও বজ্রপাতে ৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে জগন্নাথপুর উপজেলায় গাছচাপা পড়ে একই পরিবারের ৩ জন এবং শাল্লায় বজ্রপাতে বাবা ও ছেলে প্রাণ হারিয়েছেন।
জগন্নাথপুরে ভোররাতে কালবৈশাখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে নিহতরা হলেন পাটলি ইউনিয়নের সোলেমানপুর গ্রামের মোহাম্মদ হোসেন (৪০), তার স্ত্রী মাহিমা আক্তার (৩৫) ও তাদের সন্তান মৌসুমি বেগম (৪)। জগন্নাথপুর থানার ওসি শশাঙ্ক পাল কালবৈশাখী ঝড়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সকাল ৭টার দিকে শাল্লায় বজ্রপাতে নিহতরা হলেন উপজেলার শাল্লা ইউনিয়নের নাছিরপুর গ্রামের মুকুল খাঁন (৫০) ও তার ছেলে মাসুদ খাঁন (৭)।
বিভিন্ন উপজেলায় ঝড় বয়ে যাওয়ায় শতাধিক ঘরবাড়ি-গাছপালা বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।