বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বঙ্গোপসাগরে ভাসানচরের কাছে নিমজ্জ্বিত লাইটার জাহাজ সজল তন্ময়-২ এর নিখোঁজ ১২ নাবিকের সবাইকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড।
শনিবার দুপুরে তাদেরকে উদ্ধার করা হয়েছে। লাইটারটি সকার ৯ টা ২০ মিনিটে ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে নিমজ্জ্বিত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে নৌ বাহিনী ও কোস্টগার্ড।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান জানান, নোয়াখালীর ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে গাংনিরচর নামক স্থানে লাইটার জাহাজটি ডুবেছে। তবে ঠিক কখন এটি ডুবে গেছে তার সঠিক তথ্য নেই। কয়লাবোঝাই করে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল লাইটারটি।
জাহাজ ডুবে যাওয়ার পর জরুরি সেবা নম্বরে ফোন করে নৌবাহিনীকে জানানো হয়। ভাসানচরের কাছে নৌবাহিনীর যে জাহাজ ছিল, সেটা দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়।