মাসুদ লস্কর জানান: উজানের পানিতে হবিগঞ্জের লাখাই উপজেলার নিম্নাঞ্চলের দুটি হাওরের ৫০ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। সেখানে রয়েছে ৮০ শতাংশ পাকা ধান।
কৃষকরা জানিয়েছেন, বন্যায় দীর্ঘ সময় ধরে পানির নিচে তলিয়ে আছে ফসলের জমি। ধানগাছ পচতে শুরু করেছে। নদীর বাঁধ ভাঙনে বিলীন হয়েছে ফসলসহ কয়েক শ বিঘা আবাদি জমি। পানি শিগগিরই নেমে যাওয়ার সম্ভাবনা নেই। ফলে এসব ফসল ঘরে তোলার কোনো আশাও নেই। সরকারি হিসাব অনুযায়ী ক্ষয়ক্ষতির যে পরিমাণ এ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে বাস্তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক নয়নমণি সুত্রধর জানান, চলতি মৌসুমে লাখাই উপজেলায় ১১ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এরমধ্যে ৪০ থেকে ৫০ হেক্টর জমির বোরো ধান সম্পূর্ণ ক্ষতি হয়েছে। কিন্তু বাস্তবে ক্ষতির পরিমাণ আরো বেশি বলে জানিয়েছে কৃষকরা।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন জানান, নিম্নাঞ্চলের ৪০-৫০ হেক্টর জমিতে পানি ঢুকেছে। তবে পানি বৃদ্ধি স্থিতিশীল রয়েছে। তিনি বলেন, উজানের পানিতে উপজেলার বুল্লা ও নোয়াগাও হাওরে পানি প্রবেশ করছে।
এদিকে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান জানান, হাওর এলাকায় প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা রয়েছেন। ফসল রক্ষায় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতার জন্য তারা তৎপর রয়েছেন।