Home আন্তর্জাতিক উপহার আমার, সিদ্ধান্তও আমার: ইমরান

উপহার আমার, সিদ্ধান্তও আমার: ইমরান

বিজনেসটুডে২৪ ডেস্ক

পাকিস্তানে তোষাখানা থেকে ইমরান খানের উপহার বিক্রি নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। এবার সেটা নিয়ে  তিনি মুখ খুললেন। সোমবার তিনি বলেন, উপহার যেহেতু তাকে দেয়া হয়েছে, তাই এটি রাখবেন না বেচে দেবেন সে সিদ্ধান্তও তার।

সাংবাদিকদের কাছে তিনি উর্দুতে বলেন, ‘মেরা তোহফা, মেরি মার্জি’ । অর্থাৎ উপহার আমার, সিদ্ধান্তও আমার।

জিও টিভি জানিয়েছে, গত সপ্তাহে প্রথম ইমরানের বিরুদ্ধে তোষাখানার উপহার বিক্রির অভিযোগ আনেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি জানান, ইমরান খান প্রধানমন্ত্রী থাকার সময় তোষাখানা থেকে উপহার নিয়ে দুবাইতে ১৪ কোটি রূপি মূল্যে বিক্রি করেছেন। সাড়ে তিন বছর ধরে পাকিস্তানের ক্ষমতায় ছিলেন ইমরান। এই সময়ে বিভিন্ন দেশ সফরের সময় তাকে ৫৮টি উপহার দেয়া হয়। এর মূল্য ১৪ কোটি রূপি। তবে ইমরান খান বলেন, একজন প্রেসিডেন্টের পাঠানো উপহার আমি নিয়েছি।

তোষাখানা থেকে যাই আমি নিয়েছি তার রেকর্ড আছে সেখানে। আমি এই উপহারগুলোর দাম ৫০ শতাংশ পরিশোধ করেই নিয়েছি।

তিনি আরও বলেন, পিটিআই সরকারই তোষাখানার উপহার কেনার নীতিতে পরিবর্তন এনেছে। আগে যেখানে ১৫ শতাংশ পরিশোধ করলেই চলতো, এখন সেখানে ৫০ শতাংশ দাম পরিশোধ করতে হয়।