হিলি( দিনাজপুর ) থেকে মোঃ নুরুজ্জামান হোসেন: সীমান্তের পিলার সংস্কার ও নতুন পিলার স্থাপন করতে হিলি সীমান্তের বাংলাদেশে ও ভারতের সীমানা পিলার পরিদর্শন করেছেন দুই দেশের যৌথ রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তারা সহ দুই সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।
শনিবার (২৩ এপ্রিল) বেলা ১২ টা থেকে দুপুর ১টা পর্যন্ত হিলি সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশের ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার আশরাফুল হোসেনের নেতৃত্বে ভারতীয় দুই সদস্যদের দলটি হিলি সীমান্তে আসেন।
এসময় বাংলাদেশের সহ-সার্ভেয়ার আনোয়ারুল কবির, ঠিকাদার রঞ্জন সরকার, উত্তম রায়, বাপ্পি চৌধুরি এবং ভারতের কলকাতার সার্ভেয়ার খুদিরাম, সহ-সার্ভেয়ার নাড়ু গোপালসহ দুই সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোকলেছুর রহমান জানান, বাংলাদেশ ও ভারত দুই দেশের সীমানা পিলারগুলো অনেক আগেকার তৈরি করা। সেই কারনে অনেক পিলার ছোট এবং রং উঠে গেছে। যে সব জায়গায় পিলার নেই সেখানে পিলার স্থাপন করা, পরিমাপে ছোট পিলারগুলোকে পরিবর্তন এবং রংচটা পিলারগুলোকে নতুন করে রং করার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। এটা প্রাথমিক আলোচনা। ধাপে ধাপে কাজ শুরু হবে। আগামী মাসের ৯ তারিখ প্রথম কাজ শুরু হবে।
তিনি আরো জানালেন,‘শূন্যরেখার ২৮৫/১১ থেকে বাসুদেবপুর হয়ে মংলা সীমান্ত এলাকা পর্যন্ত পিলারগুলো সঠিকতা যাচাই, রক্ষণাবেক্ষণ, সংস্কার কাজ কয়েক ধাপে হবে।