Home Second Lead ৬৫ বছরের বেশি বয়সীরা হজে যেতে পারবেন না

৬৫ বছরের বেশি বয়সীরা হজে যেতে পারবেন না

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ৬৫ বছরের অধিক যাদের বয়স তারা এবার হজব্রত পালনে যেতে পারবেন না। নিবন্ধন করলেও যেতে পারবেন না।   আন্তর্জাতিক আইন অনুযায়ী সৌদি সরকারের সিদ্ধান্তের কারণে ৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজে যেতে পারবেন না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সোমবার সচিবালয়ে ‘ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন’ শীর্ষক আলোচনা শেষে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী সৌদি সরকারের সিদ্ধান্তের কারণে নিবন্ধিত ৬৫ বছরের বেশি বয়সীরা এ বছর হজের সুযোগ পাবে না।

এবার হজের কার্যক্রেমর জন্য সময়ও পাওয়া যাচ্ছে মাত্র ৩৪ দিন। অথচ এর আগে পাওয়া যেত ৪ থেকে ৫ মাস। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, যারা যেতে পারবেন না তারা চাইলে জমাকৃত টাকা তুলতে পারবেন। এবার হজে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে সুযোগ পাচ্ছে ৫৭ হাজার ৮৫৬ জন।
প্রসঙ্গত, চলতি বছর ১০ লাখ মানুষকে হজের অনুমতি দিয়েছে সৌদি আরব সরকার। তবে এজন্য তারা দুটি শর্ত দিয়েছে। হজযাত্রীদের বয়স হতে হবে ৬৫ বছরের নিচে। আর তার সাথে থাকতে হবে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত করোনার টিকা।
করোনা মহামারির কারণে গেল দুই বছরে সীমিত সংখ্যক ব্যক্তিকে হজ পালনের সুযোগ দেয়া হয়। গত বছরও সাড়ে ৫৮ হাজারের কিছু বেশি মানুষকে হজ পালনের অনুমতি দেয় দেশটি। সৌদি আরবের হজ সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানায়, স্বাস্থ্যঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।