Home আকাশপথ শাহজালালে ময়লার পলিথিনে সোয়া ৫ কোটি টাকার স্বর্ণ

শাহজালালে ময়লার পলিথিনে সোয়া ৫ কোটি টাকার স্বর্ণ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: আবারও সোয়া ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার হল শাহজালালে।  শনিবার একটি বিমানের ময়লার ব্যাগ থেকে এই স্বর্ণ বার উদ্ধার করা হয়েছে।  ঢাকা কাস্টম হাউস বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ থেকে আসা বিএস-৩৪৬ ফ্লাইট থেকে তা উদ্ধার করেছে।

চোরাচালান রোধে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ শাখা এ স্বর্ণ উদ্ধার করে। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৮ কেজি ১২০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ২৫ লাখ টাকা।

ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার (প্রিভেনটেভ) মো. সানোয়ারুল কবীর গণমাধ্যমকে বলেন, সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট আসে। সেখানে ময়লা ফেলার পলিথিন থেকে ৭০টি স্বর্ণ বার উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে  আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।