Home গাড়িবাজার যন্ত্রাংশের অভাবে ভারতে গাড়ি উৎপাদন ব্যাহত

যন্ত্রাংশের অভাবে ভারতে গাড়ি উৎপাদন ব্যাহত

বিজনেসটুডে২৪ ডেস্ক

ইউক্রেনে যুদ্ধ এবং চিনে কোভিড বিধি। দু’টি কারণে ভারতে চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ব্যাহত হচ্ছে যন্ত্রাংশের সরবরাহ। তার প্রভাব পড়ছে গাড়ি ও ইলেকট্রনিক্স শিল্পের ওপরে। বিভিন্ন কোম্পানির কর্তাদের মধ্যে, ২০২২ সালে যন্ত্রাংশের  অভাব মিটবে না। তাঁরা জানিয়েছেন, গাড়ি তৈরির নানা কাঁচামালের দাম অভুতপূর্ব হারে বেড়েছে। ক্রেতাদের মূল্যবৃদ্ধির জন্য প্রস্তুত থাকা উচিত।
পর্যবেক্ষকদের মতে, অটোমোবাইল ও ইলেকট্রনিক্স শিল্প এপ্রিল মাসে উৎপাদনের যে লক্ষ্যমাত্রা স্থির করেছিল, তার পাঁচ থেকে ১০ শতাংশ পূরণ হবে না। মে, জুন মাসে উৎপাদন আরও কমবে।
বিএসএইচ হোম অ্যাপ্লায়েন্সেস গ্রুপের সিইও কার্লা ক্রিওয়েগট সম্প্রতি ভারতে এসেছিলেন। তিনি বলেন, এদেশের বাজারে চাহিদা কম নেই। কিন্তু উৎপাদনের জন্য যে যন্ত্রাংশ প্রয়োজন, তার ঘাটতি রয়েছে। তাঁর কথায়, “পরিবহণের খরচ, ইস্পাত ও সেমি কন্ডাকটরের দাম বেড়েছে ব্যাপক হারে।” তিনি জানান, জুন-জুলাইতেও স্বাভাবিক হারে পণ্য উৎপাদন করতে পারবে না ওই সংস্থা।
ভারতের বৃহত্তম গাড়ি নির্মাতা সংস্থা মারুতি-সুজুকি জানিয়েছে, এপ্রিলে তাদের ব্যবসা কমেছে ১০ শতাংশ। ভারতের বাজারে হুন্ডাই মোটরের বিক্রিও কমেছে। টাটা মোটর্সের এক এক্সিকিউটিভ জানান, তাঁদের ধারণা, যন্ত্রাংশের অভাব সহজে মিটবে না।
টাটা মোটর্সের প্যাসেঞ্জার ভেহিকলস বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট শৈলেশ চন্দ্র বলেন, যন্ত্রাংশের মূল্যবৃদ্ধি গাড়ি নির্মাতাদের কাছে চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে। চিনে গত কয়েকমাসে কোভিড সংক্রমণ বেড়েছে। সাংহাই শহরে গত এপ্রিল থেকে জারি আছে লকডাউন। বেজিং শহরেও কড়াকড়ি বৃদ্ধি পেয়েছে। চিনের ‘জিরো কোভিড পলিসি’-র জন্য বিশ্ব জুড়েই যন্ত্রাংশের সরবরাহ ব্যাহত হচ্ছে। তার ওপরে ইউক্রেনের যুদ্ধের জন্য বিশ্ব জুড়ে অপরিশোধিত তেল ও ধাতুর দাম বেড়েছে। বিশ্ব ব্যাঙ্কের মতে, ২০২৪ সালের শেষে ধাতু ও তেলের দাম বাড়বে রেকর্ড হারে।