ঠাকুরগাঁও থেকে মো. সোহেল রানা: এখানে উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক নার্সেস দিবস ও মানবতার দূত ফ্লোরেন্স নাইটেঙ্গেলর জন্মদিন পালন করা হয়েছে।
এ উপলক্ষে শোভাযাত্রা, কেক কাটা আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাস্থ্য বিভাগ ও নার্সিং ইনস্টিটিউট, ঠাকুরগাঁও এসব কর্মসুচির আয়োজন করে। মানবতার সেবা ব্রত পালনে আরো বেশি অঙ্গীকারাবদ্ধ হন নার্সরা বা সেবিকারা।
দুপুরে সিভিল সার্জন চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়৷
পরে নার্সিং ইনস্টিটিউটের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন নার্সিং ইনস্টিটিউটের সিনিয়ন ইন্সট্রাক্টর ও নার্সিং ইনচার্জ রাহেনুর বেগম। বক্তব্য রাখেন নার্সিং শিক্ষক শামীমা বেগম নাসরিন, নার্সিং শিক্ষার্থী আশা মনি প্রমুখ। পরে সেখানে কেক কেটে আন্তর্জাতিক নার্সেস বা নার্সিং দিবস পালন করা হয়। সবশেষে সেখানে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। ঠাকুরগাঁও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।