রাজস্থলী (রাঙামাটি) থেকে চাইথোয়াইমং মারমা : শুক্রবার উপজেলার সরকারী অনুমোদনহীন ৩টি ইটভাটা বন্ধ ও চুল্লি ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত । ইটভাটাগুলো হচ্ছে উপজেলার কলেজ পাড়া এলাকার কর্ণফুলী ব্রিক্স, গাইন্দ্যা ইউনিয়নের বড়ই তলি বি আর বি ব্রিক্স) ইট ভাটা ও বাঙালহালিয়া ইউনিয়নের নাইক্যছড়া আগা পাড়া সেসার্স শাহ (ব্রিক্স) ম্যানুফ্যাকচার।
মহামান্য হাইকোর্টের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশ ঐ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেখানে অনুমোদনহীন চিমনি চুল্লি ব্যবহার করে ও বনের কাঠ জ্বালিয়ে ইট পোড়ানো হচ্ছে দেখতে পান ইউএনও শান্তনু কুমার দাশ । পরে তিনি ভাটা তিনটিতে ইট পোড়ানোর অবৈধ চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেন এবং ভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।
সহযোগীতা করেন বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, চন্দ্রঘোনা থানার অধীন বাঙালহালিয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক ( আই সি) কামরুজামান ।