বিজনেসটুডে২৪ ডেস্ক
দক্ষিণ কোরিয়া ও ইরানে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে বিপজ্জ্নকভাবে। ২৪ ঘণ্টায় যেখানে চীনে আক্রান্ত হয়েছে২০২ জন, সেক্ষেত্রে দক্ষিণ কোরিয়ায় ৫৯৯ জন এবং ইরানে ৫২৩ জন আক্রান্ত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জনিয়েছে যে যাদের বয়স ৬০ বছর বা তার বেশি এবং ইতিমধ্যেই অন্য রোগের শিকার এমন ব্যক্তিরাই বেশি মাত্রায় এই রোগে আক্রান্ত হচ্ছেন।
হু জানিয়েছে, যাঁরা সিওভিআইডি-১৯-এ আক্রান্ত হচ্ছেন তাঁদের বেশির ভাগই অল্পমাত্রায় অসুস্থ হচ্ছেন। ১৪ শতাংশ মতো মানুষ অসুস্থ হচ্ছেন নিউমোনিয়ার মতো মারাত্মক অসুস্থতায়, এর মধ্যে পাঁচ শতাংশ মারাত্মক ভাবে আক্রান্ত হয়ে পড়ছেন। আক্রান্তের মধ্যে মৃত্যুর হার দুই থেকে পাঁচ শতাংশ।
৭১ টি দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৯,৮৪৩ জন। মারা গেছেন ৩০৬৯ জন।
চীনে মোট আক্রান্ত ৮০,০২৬ জন। এদের মধ্যে মৃত ২৯১২ জন। ২৪ ঘণ্টায় মারা গেছে ৪২ জন।
দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ৪৩৩৫ জন। সেখানে মারা গেছেন ২৬ জন। ১৫০১ জন আক্রান্ত ইরানে। ২৪ ঘণ্টায় ১২ জনসহ মোট মৃতের সংখ্যা ৬৬।
ইতালিতে মারা গেছেন ৪১ জন। তবে, ২৪ ঘণ্টায় প্রাণহানির কোন সংবাদ নেই। মোট আক্রান্ত ১৭০৪ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ জন।
ভারতে আক্রান্ত ৫
দিল্লি এবং তেলেঙ্গানায় অসুস্থ দু’জন রোগীর রক্তপরীক্ষা করে করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ মিলেছে।
দিল্লির রোগী সম্প্রতি ইতালি থেকে এসেছেন বলে জানা গেছে। তেলঙ্গানার আক্রান্ত ব্যক্তি ফিরেছেন দুবাই থেকে। এই নিয়ে ভারতে পাঁচ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেল বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর। এই খবর সামনে আসার পরেই তোলপাড় পড়ে গেছে দেশের স্বাস্থ্যমহলে। এই দু’জনের অবস্থা স্থিতিশীল। তাঁদের আইসোলেশনে রেখে কড়া নজরদারি চালানো হচ্ছে।
রাজস্থানেও এক ইতালীয় পর্যটকের শরীরে মিলেছে করোনা ভাইরাস। জানা গিয়েছে, তিনটি স্যাম্পেলের মধ্যে প্রথমটির পরীক্ষার ফল ছিল নেগেটিভ। তবে দ্বিতীয় স্যাম্পেলের ক্ষেত্রে রেজাল্ট এসেছে পজিটিভ। তৃতীয় স্যাম্পেলের ক্ষেত্রে পরীক্ষা এখনও বাকি রয়েছে বলে খবর। ইতালি থেকে একটি দল বেড়াতে এসেছে রাজস্থানে। সেই দলেই ছিলেন এই পর্যটক। দলের বাকি সদস্যরা এখন আগ্রায় বেড়াতে গিয়েছেন।
মাস দুয়েক আগে চিন থেকে ছড়িয়েছে ঘাতক করোনাভাইরাস। সে দেশে মৃতের সংখ্যা ইতিমধ্যেই পেরিয়েছে তিন হাজার। চিনের বাইরে ৭০টি দেশে ছড়িয়ে পড়েছে এই অসুখ। কয়েক দিন আগে ভারতের কেরালায় ধরা পড়েন তিন জন করোনা-রোগী। তবে সেরে ওঠার পর তাঁদের রিপোর্ট নেগেটিভ এলে তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।