মাটিরাঙ্গা থেকে মো. আবুল হাসেম: মাটিরাঙ্গা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) ২০২২ ফাইনাল সম্পন্ন হয়েছে। খেলায় ১-০ গোলে তবলছড়ি ইউনিয়ন কে হারিয়ে গোমতী ইউনিয়ন চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
আজ সোমবার ১৬ মে বিকেলে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।
গোমতী বনাম তবলছড়ি ইউনিয়ন ফাইনালে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় শত শত দর্শকের মুহুর্মুহু করতালির মাধ্যমে খেলাটি শুরু হয়ে খেলার দ্বিতীয়ার্ধে ১৩ মিনিটের মাথায় ১১ নং জার্সি পরিহিত মো: ইয়াছিন গোমতী একাদশের পক্ষে প্রথম গোল দেয়ার মাধ্যমে গোমতী একাদশ ১-০ গোলে এগিয়ে যায়। নির্ধারিত সময় খেলাটি সম্পন্ন হলেও কোন দলই আর কোন গোল দিতে পারি নি। ফলে গোমতী ইউনিয়ন ১-০ গোলে চ্যাম্পিয়ন হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা উক্ত খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করে। মো: কামাল এবং জীবন চাকমা সহকারি রেফারীর দায়িত্বে ছিলেন।
ফাউল এবং অসদাচরণ করায় খেলা শুরু হবার ৩২ মিনিটের মাথায় তবলছড়ি ও গোমতী একাদশের দুইজন রেফারি লাল কার্ড প্রদান করে বহিষ্কার করা হয়।
গোমতী ইউনিয়ন একাদশের মো: ইয়াছিন ম্যান অব দি ম্যাচ নির্বিচিত হন।
মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম বলেন, ক্রীড়া চর্চা উদ্বুদ্ধ হবার ফলে মাদকাশক্ত ও অসামাজিক কার্যকলাপ থেকে যুব সমাজকে দুরে রাখতে সাহায্য করে।
মাটিরাঙ্গায় উপজেলার অসংখ্য ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
এছাড়াও চমৎকার ধারাভাষ্য দিয়ে দর্শকদের আনন্দ দিয়েছেন তবলছড়ি ইউনিয়ন পরিষদের সচিব মো: আব্দুল হাকিম।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব,মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মিজ আফরোজা হাবিব শাপলা, গুইমারা উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কর বিশ্বাস, গোমতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তোফাজ্জল হোসেন ছাড়াও উক্ত খেলায় অনেকে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, উপজেলা ৮টি ইউনিয়ন অংশগ্রহণে, নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত গত ১২ মে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।