Home আন্তর্জাতিক ভারতের সিদ্ধান্ত বিশ্বজুড়ে খাদ্যসঙ্কটকে তীব্র করবে: জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত

ভারতের সিদ্ধান্ত বিশ্বজুড়ে খাদ্যসঙ্কটকে তীব্র করবে: জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

গম রফতানিতে নিষেধাজ্ঞা জারির জন্য  মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার জাতিসঙ্ঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘ভারতের সিদ্ধান্ত বিশ্বজুড়ে খাদ্যসঙ্কটকে আরও তীব্র করবে। বহু মানুষকে অভুক্ত থাকবে হবে।’ গম রফতানির উপরে জারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্যও মোদি সরকারের কাছে আর্জি জানিয়েছেন তিনি।

দেশে যাতে খাদ্যদ্রব্যের দাম বেলাগাম না হয়ে পড়ে তার জন্য গত ১৩ মে গম রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত। আর ওই এক সিদ্ধান্ত গোটা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছে। নিষেধাজ্ঞার সমালোচনায় সরব হয়েছে জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির কৃষি মন্ত্রীরা। জার্মানির কৃষি মন্ত্রী তো পরোক্ষে ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন। রুশ-ইউক্রেন যুদ্ধের জেরে কার্যত বিশ্বের একাধিক দেশে খাদ্যসঙ্কট দেখা দিয়েছে। শুধু তাই নয়, খাদ্যপণ্যের দাম ক্রমশই আকাশছোঁয়া হয়ে উঠেছে। কেননা যুদ্ধে লিপ্ত দুই দেশ রাশিয়া ও ইউক্রেন বিশ্বে গমের চাহিদার ৩৩ শতাংশ সরবরাহ করত। যুদ্ধের কারণে তা বন্ধ। কীভাবে চাহিদা মেটানো যাবে, তা ভেবে কুল পাচ্ছেন না বিশ্বের তথাকথিত শক্তিশালী দেশের নেতারা।

গোদের উপরে বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে ভারতের সিদ্ধান্ত। মোদি সরকার গম রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি করায় পরিস্থিতি আরও চরমে পৌঁছবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন জাতিসঙ্ঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, ‘ভারতের উচিত গম রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়া। খাদ্য সঙ্কটের মুখোমুখি হওযা দেশগুলিতে গম সরবরাহ করা। বর্তমান পরিস্থিতিতে সংবেদনশীলতা দেখানো উচিত।’