Home Second Lead ফের চালু হচ্ছে ঢাকা কলকাতা সরাসরি বাস

ফের চালু হচ্ছে ঢাকা কলকাতা সরাসরি বাস

বিজনেসটুডে২৪ প্রতিনিধিঢাকা:বাংলাদেশ ও ভারতের মধ্যে সরাসরি বাস চলাচল শুরু হচ্ছে আগামী ১ জুন থেকে। করোনার কারণে এতদিন বন্ধ ছিল সরাসরি বাস যাতায়াত। সপ্তাহে তিন দিন করে কলকাতা-ঢাকা ও কলকাতা-ঢাকা-আগরতলা রুটে শ্যামলী পরিবহন এবং বিআরটিসি যাত্রীবাহী বাস চলাচল করবে।আগামী ১ জুন সকালে কলকাতার সল্টলেকের করুণাময়ী বাস টার্মিনাল থেকে আনুষ্ঠানিকভাবে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে রওনা দেবে।

একই দিন কলকাতা-ঢাকা-আগরতলার মধ্যেও বাস চলাচল চালু হচ্ছে। আর আগরতলা থেকে ছাড়বে পরের দিন বিকাল ৪টায়। এই বাস কলকাতার করুণাময়ী বাস টার্মিনাল থেকে প্রতি সোম, বুধ ও শুক্রবার দুপুর পৌনে ১২টায় ছাড়বে।

কলকাতা থেকে বাকি তিন দিন- মঙ্গল, বৃহস্পতি ও শনিবার এ পথে বাস চালাবে বিআরটিসি। উভয় পরিবহন সংস্থাই রবিবার তাদের পরিষেবা বন্ধ রাখবে। একই সঙ্গে তারা সপ্তাহের তিন দিন কলকাতা-ঢাকা-আগরতলা রুটেও বাস চালাবে। বাস ভাড়া হবে আগের হারেই।

এদিকে আগামী ২৯ মে চালু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে সরাসরি ট্রেন যোগাযোগ। আর ১ জুন ঢাকা থেকে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেনে করে যাওয়া হবে।

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, কলকাতা-ঢাকায় চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২৯ মে থেকে আবার চালু হচ্ছে। এদিন কলকাতা-খুলনার মধ্যেও চালু হচ্ছে বন্ধন এক্সপ্রেস ট্রেন।