Home চট্টগ্রাম বিডা’র ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল নিয়ে চেম্বারে কর্মশালা

বিডা’র ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল নিয়ে চেম্বারে কর্মশালা

চট্টগ্রাম: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র উদ্যোগে এবং দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই)’র সহযোগিতায় বিডা’র ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল হতে প্রদত্ত সেবা ও ইনভেস্টমেন্ট আফটার কেয়ার সম্পর্কিত অংশীজন মতবিনিময় কর্মশালা ২৬ মে সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ড. প্রকাশ কান্তি চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি বিডার নির্বাহী সদস্য মিজ মোহসিনা ইয়াসমিন, বিশেষ অতিথি হিসেবে চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম, বিডার নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী বক্তব্য রাখেন। এ সময় অন্যদের মধ্যে চেম্বার পরিচালকবৃন্দ এ. কে. এম. আক্তার হোসেন, মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ আদনানুল ইসলাম ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম), প্রাক্তন পরিচালকবৃন্দ মাহফুজুল হক শাহ, কামাল মোস্তফা চৌধুরী ও আফসার হাসান চৌধুরী (জসিম), বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃ রেজাউল করিম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ’র সচিব মুহাম্মদ আনোয়ার পাশা, চট্টগ্রাম কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার ড. আবু নূর রাশেদ আহমেদ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বিডা’র নির্বাহী সদস্য মিজ মোহসিনা ইয়াসমিন বলেন-বিনিয়োগকারীদের নিরবচ্ছিন্নভাবে অনলাইনে বিভিন্ন সেবা প্রদানের জন্য বিডা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন-ইতোমধ্যে আমরা বিডা-সহ ১৯টি সেবা প্রদানকারী সংস্থা ৫৮টি সেবা অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে সংযুক্ত করেছি। তবে শুধু অনলাইনে সেবা প্রদানই নয়, প্রদত্ত সেবাসমূহ গ্রহণের জন্য বিনিয়োগকারীদের আরো আগ্রহী ও সচেতন হতে হবে। সেবা গ্রহণের জন্য বিনিয়োগকারীদের বিভিন্ন দপ্তরে প্রয়োজন নেই, তাঁরা ঘরে বসে অনলাইনে অতি সহজে সেবা গ্রহণ করতে পারবেন। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন চেম্বার ও এসোসিয়েশন’র প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণের কাছে অনুরোধ জানিয়ে বলেন-বিডা বিনিয়োগকারীদের সুবিধার্থে যে অনলাইন পোর্টাল চালু করেছে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবহিত এবং এ কার্যক্রম সফলভাবে চালু রাখার লক্ষ্যে বিনিয়োগকারীদের এ পোর্টাল হতে সেবা গ্রহণ করতে হবে।

বিশেষ অতিথি চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন-বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে অংশীজনদের মতামতকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে উদ্যোক্তাদের জন্য সব ধরণের সেবা একক বাতায়নের আওতায় আনার লক্ষ্যে বিডা কাজ করে আসছে এবং আজকে বিডা সফলভাবে অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল চালু করেছে। চিটাগাং চেম্বারের সদস্যদের জন্য বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়ার জন্য ইতোমধ্যে সংস্থাদ্বয়ের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং সিস্টেম ইন্টিগ্রেশনের কাজ চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশী-বিদেশী বিনিয়োগ আকর্ষণ ও শিল্পায়নের মাধ্যমে উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরীর উদ্দেশ্যে বিডা’র চালুকৃত অনলাইন ওয়ান স্টপ সার্ভিস সিস্টেম এবং বিনিয়োগকারীদের বিনিয়োগ পরবর্তী সেবা প্রদানমূলক গৃহীত বিভিন্ন কার্যক্রম দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। আমি আজকের এই কর্মশালা আয়োজনের জন্য বিডাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে বিডার যেকোন কর্মকান্ডে চিটাগাং চেম্বার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

বিডার নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী বলেন-বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) তার নিবন্ধিত পোষ্য প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় সহায়তার বিষয়টি সর্বদা অগ্রাধিকার দিয়ে থাকে। এক্ষেত্রে বিডার ইনভেস্টমেন্ট আফটার কেয়ার ইউনিট বিনিয়োগ সহজীকরণ, বিনিয়োগ ও ব্যবসায়ের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা, অনাকাঙ্খিত প্রভাব বন্ধকরণ এবং বিনিয়োগ ও ব্যবসা প্রসারের লক্ষ্যে তাদের সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা পালন করছে। তিনি কর্মশালায় অংশগ্রহণকারী বিদ্যমান ও সম্ভাবনাময় বিনিয়োগকারীদের বিনিয়োগ সংক্রান্ত যেকোন ধরণের প্রতিকূলতা বা সমস্যা নিরসনের জন্য বিডার ইনভেস্টমেন্ট আফটার কেয়ার অধিশাখায় যোগাযোগের জন্য অনুরোধ জানান।

অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী বলেন-বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বিদ্যমান ও সম্ভাবনাময় বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক বিভিন্ন কার্যক্রম অবহিত করণের অংশ হিসেবে আজকের এই কর্মশালা আয়োজন করা হয়েছে। বিনিয়োগকারীদের বিভিন্ন সেবা অনলাইনে প্রদানের জন্য চালুকৃত বিডা’র ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল এবং তাঁদের বিনিয়োগ পরবর্তী সহায়তামূলক কার্যক্রমের অংশ হিসেবে গঠিত ইনভেস্টমেন্ট আফটার কেয়ার ইউনিট একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি অংশগ্রহণকারীদের বিডা কর্তৃক চালুকৃত অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল হতে সেবা গ্রহণ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার অনুরোধ জানান। এছাড়াও চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন হতে বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের কার্যক্রম অব্যাহত থাকবে।

কর্মশালায় বিডা’র পরিচালক ওয়ান স্টপ সার্ভিস ও রেগুলেটরি রিফর্ম জীবন কৃষ্ণ সাহা রায় অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল-এর সার্বিক কার্যক্রম বিষয়ে একটি উপস্থাপনা প্রদান করেন এবং পরিচালক ইনভেস্টমেন্ট আফটার কেয়ার সুনীল কুমার অধিকারী (উপসচিব) বিনিয়োগকারীদের বিনিয়োগ সংক্রান্ত যেকোন ধরনের প্রতিকূলতা বা সমস্যা নিরসনকল্পে বিডা’র ইনভেস্টমেন্ট আফটার কেয়ার অধিশাখার চলমান কার্যক্রমের তথ্য উপস্থাপনা করেন।

-সংবাদ বিজ্ঞপ্তি