দিল্লি: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান আবার চাঁদে পাড়ি জমাবে ২০২১ সালে। এর জন্য চলছে জোর প্রস্তুতি। বুধবার এই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
ভারতের দ্বিতীয় চন্দ্রযাত্রা সফলতার শিখর না ছুঁলেও ব্যর্থ নয়। তৃতীয় চন্দ্রযাত্রায় পাড়ি দেবে চন্দ্রযান ৩। চলছে তার প্রস্তুতি। মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, ২০২২ সালেই চার নভশ্চরকে নিয়ে ইসরোর প্রথম ‘ম্যানড-মিশন’ গগনযান উড়ে যাবে মহাকাশে। তার প্রস্তুতি শুরু হয়ে যাবে চলতি বছরের শেষ থেকেই। তবে চন্দ্রযাত্রা পিছিয়ে রাখতে চায় না ভারত। গগনযানের আগেই চাঁদে নামবে ইসরোর চন্দ্রযান ৩। দ্বিতীয় চন্দ্রযাত্রার যাবতীয় খামতি পূরণ করা হবে এই মিশনেই। শুধু ভারত নয়, গোটা বিশ্বের মহাকাশ গবেষণার ইতিহাসে বড়সড় চমক দিতে চলেছে চন্দ্রযান ৩।
চন্দ্রযান ৩-এর প্রযুক্তিতে কী কী বদল আনা হয়েছে সেই ব্যাপারে এখনও মুখ খোলেনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তবে গত বছরই ইসরোর চেয়ারম্যান কে শিবন বলেছিলেন, আর অরবিটার নয়, এবার হয়তো ল্যান্ডার ও রোভার নিয়েই চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান ৩। তৃতীয় চন্দ্রযাত্রার উদ্দেশ্যও হতে পারে চাঁদের আঁধার পিঠ অর্থাৎ দক্ষিণ মেরুর রহস্যের খোঁজ।
বিজনেসটুডে২৪ ডেস্ক