বিজনেসটুডে২৪ ডেস্ক
যা আশংকা করা হয়েছিল তা-ই সত্যি হল। নেপালের নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ মিলল মুসতাং জেলায়। স্থানীয় কোওয়াং জঙ্গলের মধ্যে থেকে বিমানটির ভাঙা অংশ দেখতে পাওয়া গেছে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে বিমানটি ভেঙে পড়েছে বলেই অনুমান। পাইলট, বিমান কর্মী সহ ২২ জন যাত্রীর কেউই আর জীবীত নেই বলে অনুমান করা হচ্ছে।
২০১৬ সালে ঠিক একইভাবে, একই জায়গায় ভেঙে পড়েছিল নেপালের একটি বিমান। সেটিও ছিল তারা এয়ারওয়েসের (Tara Airways) বিমান। ছিলেন ২৩ জন যাত্রী। ছয় বছর আগের ওই বিমানটিও পোখরা থেকে জমসন (Pokhara To Jomson) যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সেটিও ঠিক একইভাবে নিখোঁজ হয়ে যায়। তারপর সেটি মুসতাং জেলাতেই ভেঙে পড়ার খবর মেলে। মৃত্যু হয়েছিল সকল যাত্রীদেরই। বিষয়টি কি নিতান্তই কাকতালীয়?