Home Third Lead পুরনো এলসি’র গম আসছে হিলি দিয়ে

পুরনো এলসি’র গম আসছে হিলি দিয়ে

ভারত থেকে গম বোঝাই ট্রাক প্রবেশ করছে হিলিতে

হিলি থেকে সংবাদদাতা: হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পুরোনো এলসির গম আমদানি শুরু হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪ টায় ভারত থেকে ৪০ মেট্রিক  টনের গম বোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করেছে। পরে আরও একটি ট্রাকে ৪০ মেট্রিকটন গম এসেছে।

বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, ভারত সরকার হঠাৎ করে  ১২ মে গম রপ্তানি বন্ধ করে দেয়। তবে, আগের  এলসির গম বাংলাদেশকে দেওয়ার কথা থাকলেও অভ্যন্তরীণ জটিলতার কারণ দেখিয়ে ২০ মে থেকে  রপ্তানি বন্ধ রাখে। ৯দিন পর রবিবার হিলি বন্দর দিয়ে গম আমদানি শুরু হল।