Home সারাদেশ বিরামপুরে নারীনির্যাতন বিরোধী কর্মশালা

বিরামপুরে নারীনির্যাতন বিরোধী কর্মশালা

বিরামপুর ( দিনাজপুর ): বিরামপুরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দুই দিনব্যাপী বিরামপুর উপজেলার নবনার্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,মেম্বার ও সূশীল সমাজের প্রতিনিধিদের ইবটিজিং, যৌতুক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন বিরোধী অবহিতকরণ কর্মশালা -২০২২ অনুষ্ঠিত হয়েছে।

৩০ মে সকাল ১০ উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা পরিষদ আইনশৃঙ্খলা কমিটির বাস্তবায়নে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।

স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)এর সহযোগিতায় অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর -৬ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক প্রমূখ।

উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসমা বানু’র সঞ্চালনায় বিরামপুর, দিনাজপুর আয়োজিত কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, স্কুল কলেজের প্রধান, ইউনিয়ন নিকাহ রেজিঃ (কাজী) ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।