বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: নেপাল শিগগির শুরু করছে মোংলা বন্দর ব্যবহার।
নেপালের বাণিজ্য সচিব ডা.বাইকুনথ্র আএল মোংলা বন্দর পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার নেপালের ৮ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধি দল মোংলা বন্দর পরিদর্শন করেন।
বন্দরের সম্মেলন কক্ষে নেপাল ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শেখ মো. আবুল কালাম আজাদ বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনা, সম্ভাবনা, বিরাজমান বিভিন্ন সুবিধাদি সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন। তিনি জানান, অচিরেই মোংলা একটি আধুনিক বন্দরে প্রতিষ্ঠা লাভ করতে যাচ্ছে। এটি এখন অনেক সক্ষমতাসম্পন্ন বন্দর হিসেবে পরিচিতি পেয়েছে। ইতিমধ্যে ভুটান ও ভারত মোংলার ট্রানজিট সুবিধার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। এই সুবিধায় তাদের পণ্য পরিবহনে সময় ও ব্যয় সাশ্রয় হবে।
পরিদর্শন শেষে নেপালের বাণিজ্য সচিব বলেন, এ বন্দর ব্যবহার করে নেপাল অনেক লাভবান হবে। এ ব্যাপারে স্ট্যাকহোল্ডারদের সাথে যোগাযোগ চলছে।
পরে নেপালী প্রতিনিধি দল বন্দরের জেটি এলাকা পরিদর্শন করে।