চট্টগ্রাম: বিএম কন্টেইনার ডিপোর ভয়াবহ দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা হিসেবে দুই লক্ষ টাকার ঔষধ সামগ্রী প্রদান করেছে মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন । এই ঔষুধ চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীনদের জন্য প্রদান করা হয়েছে।
ভয়াবহ এই দূর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসিনা মহিউদ্দিন, ভাইস চেয়ারম্যান শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্ট্রার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাধারণ সম্পাদক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন জরুরী ঔষুধ সামগ্রী প্রদানের ব্যবস্থা করেন। তাঁরা আহতদের জন্য মেডিকেলর ডাক্তারদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় আরো ঔষুধ, গজ, ব্যান্ডেজ, স্যালাইন ও খাদ্যদ্রব্য প্রদান করা হবে বলে জানান।
ঔষুধ সামগ্রী প্রদানকালে তাঁরা বলেন, এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী জীবদ্দশায় সকল দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতেন। মানুষের বিপদে আপদে ছুটে যেতেন। আমরা তাঁর অবর্তমানে দুর্যোগকালীন সময়ে ফাউন্ডেশনের উদ্যোগে মানুষের মাঝে দাঁড়াতে পেরে গর্ব বোধ করছি।
উদ্ধার কাজে গিয়ে ফায়ার সার্ভিস, আইন-শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবক যারা নিহত হয়েছে তাদের রুহের মাগফেরাত কামনা করে তাদের পরিবাব বর্গের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন ফাউন্ডেশন নেতৃবৃন্দ।
-সংবাদ বিজ্ঞপ্তি