Home Second Lead চাকরিচ্যুত হচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রীর এপিএস মন্মথ বাড়ৈ

চাকরিচ্যুত হচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রীর এপিএস মন্মথ বাড়ৈ

মন্মথ রঞ্জন বাড়ৈ- ফাইল ছবি

২০০৯ সালে নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী হওয়ার পর টানা আট বছর তার এপিএস ছিলেন তিনি। ওই সময় শিক্ষাখাতের বদলি ও পদায়নসহ সবকিছু তিনি নিয়ন্ত্রণ করেছেন। তৈরি করেছিলেন একটি সিন্ডিকেট। ওই সিন্ডিকেটকে ঘুষ দিলে সহজেই পছন্দ মতো জায়গায় বদলি হতে পারতেন কর্মকর্তারা। ওই সিন্ডিকেটের অনেকেই এখনও শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: অবশেষে চাকরিচ্যুত হচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের এপিএস বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মন্মথ রঞ্জন বাড়ৈ (মনি)।  কর্মস্থলে যোগদান না করে দেশের বাইরে দীর্ঘকাল থাকায় ‘পলায়নের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রশাসনিক ব্যবস্থা হিসেবে চাকরিচ্যুতির সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার  মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক সাংবাদিকদের বলেন, ‘প্রজাতন্ত্রের কোনো কর্মচারির অননুমোদিতভাবে বিদেশে থাকার সুযোগ নেই। তাই এ ব্যাপারে প্রশাসনিক সব ধাপ অনুসরণ করে তাকে চাকরিচ্যুত করা হচ্ছে।’

মন্মথ রঞ্জন বাড়ৈ ২০১৯ সাল থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদে ডা. দীপু মনি শিক্ষাামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর তিনি দেশ ছাড়েন।

২০০৯ সালে নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী হওয়ার পর টানা আট বছর তার এপিএস ছিলেন তিনি। ওই সময় শিক্ষাখাতের বদলি ও পদায়নসহ সবকিছু তিনি নিয়ন্ত্রণ করেছেন। তৈরি করেছিলেন একটি সিন্ডিকেট। ওই সিন্ডিকেটকে ঘুষ দিলে সহজেই পছন্দ মতো জায়গায় বদলি হতে পারতেন কর্মকর্তারা। ওই সিন্ডিকেটের অনেকেই এখনও শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।

তথ্য অনুযায়ী, এপিএস থেকে অপসারণের পর তাকে ঢাকা শিক্ষা বোর্ডের উপ-পরিদর্শক (কলেজ) পদে বদলি করা হয়। এর কিছুদিন পর ২০২০ সালের ২৫ মার্চ সেখান থেকে সরিয়ে খুলনার বিএল কলেজে বদলি করা হয়। কিন্তু তিনি সে কলেজে যোগদান করেননি। ওই বছরের ১২ এপ্রিলের মধ্যে কর্মস্থলে যোগদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়। অথচ তার বেশ আগেই তিনি কোনো অনুমতি না নিয়ে বিদেশে পালিয়ে যান। এরপর থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তিনি আর কোনো যোগাযোগ করেননি। এমনকি কোনো চিঠিরও উত্তর দেননি।