Home Third Lead ২ আমগাছ পাহারায় ৩ রক্ষী, ৬ কুকুর

২ আমগাছ পাহারায় ৩ রক্ষী, ৬ কুকুর

বিজনেসটুডে২৪ ডেস্ক

দু’টো আম গাছ পাহারার জন্য তিনজন নিরাপত্তারক্ষী ও ছয়টি কুকুর! শুনতে অবাক লাগলেও এটাই সত্যিই। মধ্যপ্রদেশের এক বাগানে এমন দৃশ্যই চোখে পড়ে। হবে নাই না কেন! বিশ্বের সবচেয়ে দামি আম যে ফলে আছে ওই দুই গাছে! শুধু বিরল নয়, স্বাদে-গন্ধে অন্যান্য আমকে বলে বলে দশ গোল দিতে পারে মিয়াজাকি ! আর দাম শুনলে আপনি আঁতকে উঠতে পারে। গতবছর এই আমের দাম কিলো প্রতি হয়েছিল ২ লাখ ৭০ হাজার টাকা!

মিয়াজাকি হল আমের রাজত্বে রাজা। যেমন দাম , তেমন তার আকার। রূপ-গন্ধ-স্বাদের বিচারে সবাইকে ছাপিয়ে যেতে পারে জাপানের এই আম। হ্যাঁ, মূলত এই আম জাপানে হয়। তবে ভারতেও যে এই আমের দেখা মিলবে তা কল্পনা করা যায় না। কিন্তু বাস্তবে মধ্যপ্রদেশের জব্বলপুরের এক কৃষকের বাগানে শোভা পাচ্ছে গোলাপি বা রুবি রঙের এই আম।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই আমের ছবি পোস্ট করেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। তিনি টুইটে এই ছবি দিয়ে লেখেন, ‘রুবি রঙের জাপানি মিয়াজাকি আমকে বিশ্বের সবচেয়ে দামী আম বলা হয়। প্রতি কেজি আমের দাম ২.৭ লক্ষ টাকা।’ সেই আম গাছ আছে মধ্যপ্রদেশের  পারিহারের বাগানে। তার জন্য যে, নিরাপত্তা আঁটোসাঁটো হবে, তা বলার অপেক্ষা রাখে না।

সংবাদমাধ্যম সূত্রে খবর, এক সময় এই পারিহার দম্পতি ট্রেনে করে যাওয়ার সময় এক ব্যক্তির থেকে এই চারা গাছ সংগ্রহ করে। তখন বোঝেননি এই গাছে কেমন আম ধরে। যত্ন করে গাছটিকে বড় করেন তাঁরা। যখন গাছে প্রথম ফল ধরল তা দেখে চমকে উঠেছিলেন তাঁরা। এমন উজ্জ্বল গোলাপি রঙের আম তাঁরা জীবনে চোখে দেখেননি আগে। পরে জেনেছিলেন, এই আমই বিশ্বের সবচেয়ে দামী আম! তখন থেকেই বাড়ে আম গাছের নিরাপত্তা।

জাপানের শহর মিয়াজাকিতে জন্মায় বলেই এই আমের এমন নাম। গড়ে একটি আমের ওজন প্রায় ৩৫০ গ্রাম। এখন এই আম দেখতে পারিহারের বাগানে ভিড় করেন উৎসুকেরা।