Home সারাদেশ শুদ্ধাচার পুরস্কার পেলেন দীঘিনালার ইউএনও ফাহমিদা

শুদ্ধাচার পুরস্কার পেলেন দীঘিনালার ইউএনও ফাহমিদা

আবদুল জলিল, খাগড়াছড়ি প্রতিনিধি

শুদ্ধাচার পুরস্কার পেলেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা। জেলায় উপজেলা পর্যায়ের কার্যালয় সমূহের প্রধানদের মধ্য হতে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ফাহমিদা মুস্তফা ৬ষ্ঠ গ্রেডের কর্মকর্তা হিসেবে মনোনীত হয়েছেন।

৪ জুলাই (সোমবার) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা প্রশাসন স্টাডিরুমে জেলা প্রশাসনের আয়োজনে শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২২ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিনের হাত থেকে সম্মাননা ক্রেষ্ট ও সদনপত্র পুরস্কার গ্রহণ করেন তিনি।

দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ফাহমিদা মুস্তফা যোগদানের পর সততা ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। সকল শ্রেণি পেশার মানুষের কাছে তিনি ‘মানবিক ইউএনও’ খেতাবে ভূষিত হয়েছেন। কর্মজীবনের সর্বত্রই অসামান্য অবদান ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন তিনি। এসবের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসারের সম্মাননা পেয়েছেন তিনি।

দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা বলেন, এ পুরস্কার অর্জন আমার কাজের গতি সঞ্চার করবে। আমি কাজ করতে পছন্দ করি। কারও উপকার করতে পারলে তৃপ্তি পাই। মানুষের জন্য ও দেশের জন্য আজীবন কাজ করে যেতে চাই।