ভারতের স্বাধীনতা আন্দোলনের এক মহান জ্যোতিষ্ক লোকনাথ বল। মাস্টার দা সূর্য সেনের সশস্ত্র বিপ্লবী দলের সদস্য যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে সক্রিয় অংশগ্রহন করেছিলেন।
লোকনাথ বল জন্মগ্রহন করেন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির চট্টগ্রাম জেলার ধরলা গ্রামে ৮ মার্চ ১৯০৮ সালে । তার বাবার নাম প্রাণকৃষ্ণ বল।
১৯৩০ সালের ১৮ এপ্রিল সূর্য সেন-এর নেতৃত্বে লোকনাথ বল সহ কয়েকজন স্বাধীনতাকামী বিপ্লবীর ব্রিটিশ পুলিশ ও সহায়ক বাহিনীর চট্টগ্রামে অবস্থিত অস্ত্রাগার লুন্ঠন করেন। ২২ এপ্রিল ১৯৩০ সালে আরেকটি বন্দুকযুদ্ধে তার ছোট ভাই হরিগোপাল বল সহ ১১ জন নিহত হয়। লোকনাথ বল সেখান থেকে পালাতে সক্ষম হন এবং ফরাসীদের এলাকা চন্দননগরে পৌঁছান। ১ সেপ্টেম্বর ১৯৩০ সালে তিনি ও গনেশ ঘোষ ব্রিটিশ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর গ্রেপ্তার হন কিন্তু ঐ যুদ্ধে তার সহযোগী জীবন ঘোষাল মারা যান। ১৯৩২ সালে তাকে নির্বাসনে আন্দামান ও নিকোবর দ্বিপপুঞ্জের সেলুলার জেলে পাঠানো হয়।
১৯৪৬ সালে মুক্তির পরে তিনি মানবেন্দ্রনাথ রায় প্রতিষ্ঠিত র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টিতে যোগ দেন।
তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে সক্রিয় ভুমিকা পালন করেছিলেন। লোকনাথ বল ১ মে ১৯৫২ থেকে ১৯ জুলাই ১৯৬২ সাল পর্যন্ত কলকাতা পৌরসংস্থায় ২য় উপকমিশনার ছিলেন।
লোকনাথ বল ৪ সেপ্টেম্বর ১৯৬৪ সালে কলকাতায় মৃত্যুবরন করেন।
বিজনেসটুডে২৪ ডেস্ক