Home Second Lead মারা গেছেন শিনজো আবে

মারা গেছেন শিনজো আবে

শিনজো

বিজনেসটুডে২৪ ডেস্ক

আচমকাই গুলিতে রাস্তায় লুটিয়ে পড়েছিলেন তিনি। ভরা জনসভায় ভাষণ দেওয়ার সময়ে গুলি করা হয় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে । তৎক্ষনাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লড়াই চলে কয়েক ঘণ্টা। তবু শেষরক্ষা হল না । মারা গেলেন তিনি।
জাপানের স্থানীয় সময় তখন সকাল সাড়ে এগারোটা। জাপানের পশ্চিমে নারা শহরে এক বক্তৃতা দেওয়ার সময় হঠাৎই গুলিবিদ্ধ হন শিনজো। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু চিকিৎসকদের হাজারো চেষ্টা করেও লাভ হল না, বাঁচানো যায়নি জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, কেউ কেউ দাবি করেন, গুলি লাগার পরেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। রক্তাক্ত শিনজোকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েক ঘণ্টা তাঁকে নিয়ে উদ্বেগ ছিল। গোটা দেশের মানুষ তাঁর তাঁর সুস্থতা কামনা করেন। কিন্তু বাঁচানো যায়নি শিনজোকে।
পুলিশ জানিয়েছে, টেটসুয়া ইয়ামাগামি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। গুলি চালানোর ঘটনায় তিনি জড়িত আছে বলে সন্দেহ করা হচ্ছে। তদন্তকারী দলের কথায়, শিনজোর প্রতি অসন্তুষ্ট ছিল ওই ব্যক্তি। সেই থেকেই গুলি চালিয়েছে সে। ৬৭ বছরের শিনজো দীর্ঘদিন জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি