বিজনেসটুডে২৪ ডেস্ক
শনিবার সকালেই বিক্ষোভের আঁচ পেয়ে সরকারি বাসভবন ছেড়ে পালিয়ে গিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়ে রাজাপক্ষে। তারপর বেলা যত বেড়েছে রাষ্ট্রপতি ভবনের বাইরে তত জমায়েত বাড়ছে প্রতিবাদী মানুষের। দাবি একটাই, রাজাপক্ষকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তাঁর মধ্যেই দেখা গেল, একদল প্রতিবাদী নিরাপত্তাবলয় টপকে ঢুকে পড়েছেন রাষ্ট্রপতি ভবনে।
ভিডিওতে দেখা যাচ্ছে, রাষ্ট্রপতি ভবনের টলটলে নীল জলের সুইমিংপুলে সাঁতার কাটছেন অনেকে। শুধু রাষ্ট্রপতি ভবনের সুইমিংপুলে সাঁতার কাটা নয়। রাষ্ট্রপতি ভবনের রান্নাঘরে ঢুকে গিয়ে রান্না করাও শুরু করে দিয়েছেন অনেকে। ডাইনিং রুমের মস্ত টেবিলে বসে খাওয়াদাওয়াও করেন অনেকে।
এদিন সকালে প্রতিবাদী জনতাকে নিয়ন্ত্রণ করতে কলম্বো শহরে রাষ্ট্রপতি ভবনের সামনে শুন্যে কয়েক রাউন্ড গুলিও চালিয়েছে শ্রীলঙ্কার সেনাবাহিনী। দফায় দফায় চালানো হয় জলকামান। তার পরেও জমায়েত আলগা করা যায়নি। বরং প্রতিবাদীদের উপর গুলি চালানো হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়তে আরও ভিড় বাড়তে শুরু করে কলম্বো শহরের প্রাণকেন্দ্রে।
গত কয়েক মাস ধরেই শ্রীলঙ্কায় তীব্র খাদ্য সংকট তৈরি হয়েছে। ফুরিয়ে গিয়েছে জ্বালানিও। ফলে সারা দেশের যাত্রী পরিবহণ থেকে পণ্য পরিবহণ কার্যত স্তব্ধ। সেইসঙ্গে পণ্য আমদানিও বন্ধ করে দিয়েছে শ্রীলঙ্কা সরকার। সব মিলিয়ে দ্বীপরাষ্ট্রটিতে যেন দুর্ভিক্ষের পরিস্থিতি। এ হেন সংকটের মধ্যে শ্রীলঙ্কার জনতার ক্ষোভ আছড়ে পড়ল রাজাপক্ষের দুয়ারে। যে কারণে তাঁকে রাষ্ট্রপতি ভবন ছেড়ে পালাতে হল। আর ভিতরে ঢুকে পড়ল প্রতিবাদীরা।