Home শিক্ষা যৌন নির্যাতন: ভার্সিটি শিক্ষক অনিমেষকে অব্যাহতি

যৌন নির্যাতন: ভার্সিটি শিক্ষক অনিমেষকে অব্যাহতি

অনিমেষ ভট্টাচার্য

বিজনেসটুডে২৪ ডেস্ক

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে শিক্ষক কুমার অনিমেষ ভট্টাচার্যকে অব্যাহতি দেয়া হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গঠিত কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ওই শিক্ষককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে আদালত।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পত্রিকা এবং টিভি স্ক্রল খবরের ভিত্তিতে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক কুমার অনিমেষ ভট্টাচার্যের গ্রেপ্তারের বিষয়টি সম্পর্কে জানতে পারে। এই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গঠিত কমিটি জরুরি সভা আহ্বান করে। সভায় সর্বসম্মতভাবে গৃহীত সিদ্ধান্তের আলোকে শিক্ষক অনিমেষ কুমার ভট্টাচার্যকে চাকরি থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। একই ঘটনায় অভিযুক্ত ছাত্র নাহিদুল এর শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণার নির্দেশ দেয়া হয়।

এছাড়া পরিচালক, স্টুডেন্টস ওয়েলফেয়ার গোলাম রাব্বানী শামীম এর নেতৃত্বে অনতিবিলম্বে একটি তদন্ত রিপোর্ট পেশ এবং সঙ্গে সঙ্গে ভুক্তভোগীর পরিবারকে যেকোনো ধরনের সহায়তা দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার কুমার অনিমেষ ভট্টাচার্য ওই বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিং বিভাগের প্রভাষক।