বিজনেসটুডে২৪ ডেস্ক
আইপিএল যে সোনার হাঁসে পরিণত হয়েছে, সেটারই মান্যতা দিল আইসিসি-ও । তারা এক বিবৃতিতে এদিন জানিয়ে দিয়েছে, যখন ভারতের বুকে সামনের বার আইপিএল চলবে, সেইসময় কোনও সিরিজ চলবে না। সব দেশকে চিঠি দিয়ে সেটি জানিয়ে দেওয়া হয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা মারফৎ।
আইপিএলের মতো বিশ্বে আরও মশলা ক্রিকেট চলে, কিন্তু সেগুলিকে অতটা গুরুত্ব দিতে নারাজ আইসিসি। তাদের কাছে লোভনীয় হল আইপিএল। কেননা আইসিসি-কে অর্থ দিয়ে ফুলিয়ে রেখেছে বিসিসিআই, ভারতীয় বোর্ড। তাই তাদের চটাতে চায় না আইসিসি কর্তারাও।
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে দেড় মাসের বদলে পরের আইসিসির এফটিপি উইন্ডো থেকে আইপিএল হবে আড়াই মাসের। বিরাট অঙ্কের মিডিয়া স্বত্ত্ব পাওয়ার পরই ঘোষণা করেছিলেন বিসিসিআই সচিব জয় শাহ।
বোর্ড সচিব বলেছিলেন, ‘‘এবার আইপিএলে সর্বমোট ৭৪টি ম্যাচ হয়েছে। ভবিষ্যতে সেই সংখ্যাটা আরও বাড়বে। শেষমেশ সেটা গিয়ে ৯৪-তে দাঁড়াবে। দেড় মাসের আইপিএল নয়, তার পরিবর্তে টুর্নামেন্টের মেয়াদ হতে চলেছে আড়াই মাসের। আইসিসি-র পরের ক্যালেন্ডার থেকে তা মানা হবে।’’
মার্চের শেষ সপ্তাহ থেকে জুনের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলবে আইপিএল। বার্মিংহামে আইসিসির সভায় ফাইনাল সিদ্ধান্ত হবে। একটি দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগের জন্য কেন আইসিসি এতটা সময় নির্দিষ্ট করছে, তা নিয়ে আপত্তি তুলতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা এই নিয়ে ক্ষোভ জানাবে আইসিসি-র কাছে। কিন্তু বিসিসিআই কোমর বেঁধে যুক্তি দিয়ে সবটা বোঝাবেন সভায়।