Home জাতীয় ৫০ হাজার টন গম কিনছে সরকার

৫০ হাজার টন গম কিনছে সরকার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আরও ৫০ হাজার টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে সিঙ্গাপুরভিত্তিক মেসার্স ইন্ট্রা বিজনেস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এ গম কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ২২৩ কোটি ৭৭ লাখ টাকা।

গতকাল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটির ভার্চুয়াল সভায় এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক সাংবাদিকদের জানান, ৫০ হাজার টন গম ক্রয়ের সিদ্ধান্ত ছাড়াও ১ লাখ ৩০ হাজার টন এমওপি ও ইউরিয়া সার ক্রয়ের দুটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সার ক্রয়ে ব্যয় হবে ১ হাজার ১৯৮ কোটি ৬৮ লাখ টাকা।

ক্রয় কমিটির অনুমোদনের জন্য ছয়টি প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রস্তাবনাগুলোর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি ছাড়াও কৃষি, খাদ্য, শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি করে প্রস্তাবনা ছিল। ক্রয়-কমিটির অনুমোদিত ছয় প্রস্তাবে মোট অর্থের পরিমাণ দুই হাজার ৩০৮ কোটি ৫২ লাখ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে এক হাজার ১০৯ কোটি ৮৩ লাখ টাকা এবং দেশীয় ব্যাংকঋণ এক হাজার ১৯৮ কোটি ৬৮ লাখ টাকা।

অতিরিক্ত সচিব বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক বেলগ্রেডের লিভিং স্টোন রিসোর্স ডিওও নামক প্রতিষ্ঠান থেকে এক লাখ টন এমওপি সার এক হাজার ৩৯ কোটি ৫০ লাখ টাকায় এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক কাফকো থেকে প্রথম লটে ৩০ হাজার টন গ্র্যানুলার ইউরিয়া সার ১৫৯ কোটি ১৮ লাখ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।