Home First Lead মনিটরিং জোরদার, ৩ লাখ ডলারের এলসি অনলাইনে দাখিল

মনিটরিং জোরদার, ৩ লাখ ডলারের এলসি অনলাইনে দাখিল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: তিন লাখ ডলার বা এর বেশি মূল্যের আমদানি ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে বিদেশি মুদ্রায় লেনদেনে নিয়োজিত অথোরাইজড ডিলার (এডি) ব্যাংকগুলোকে এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের অনলাইন ইম্পোর্ট মনিটরিং সিস্টেমসের (ওআইএমএস) মাধ্যমে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আগে  পাঁচ লাখ ডলার বা এর বেশি মূল্যের এলসির ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য ছিল। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে নতুন এই নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনা অনুযায়ী, সরকারের আমদানি এলসি ছাড়া অন্য যেকোনো এলসির ক্ষেত্রে ওআইএমএসে প্রতিবেদন দাখিলের ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে এডি ব্যাংকগুলোকে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বর্তমানে আমদানি ব্যয় বাড়ার কারণে বাজারে ডলার নিয়ে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। এর পেছনে কোনো কারসাজি হচ্ছে কি না, তা খতিয়ে দেখাও শুরু হয়েছে। এরই অংশ হিসেবে তাৎক্ষণিক মনিটরিং বাড়ানোর জন্য ওআইএমএসে প্রতিবেদনের সীমা কমিয়ে আনা হয়েছে।