Home First Lead টিসিবির পণ্য বিক্রি শুরু হল আবার

টিসিবির পণ্য বিক্রি শুরু হল আবার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ঢাকা মহানগরীসহ সারা দেশে আজ আবার শুরু হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম। ১ আগস্ট সরকারি সংস্থাটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবারের জন্য সুলভমূল্যে পণ্য সরবরাহ শুরু করবে। এ কার্যক্রম চলবে আগস্ট মাসজুড়ে।

ফ্যামিলি কার্ডের মাধ্যমে ডিলারের দোকান বা নির্ধারিত স্থান থেকে টিসিবির পণ্য কিনতে হবে। এ দফায় একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১০, প্রতি কেজি চিনি ৫৫, মসুর ডাল ৬৫ ও পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি হবে।

গতকাল রবিবার টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শোকাবহ আগস্টে এক কোটি নিম্ন আয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেওয়া হবে।

এ বিষয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘আগস্ট মাসজুড়ে সারা দেশে পণ্য বিক্রি করা হবে। এ বিক্রয় কার্যক্রম ডিলারের দোকান, নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী হবে।